কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


[১] ১৪০০ বছর পার হবার পরও এখনো এই মাজার থেকে পানি বের হচ্ছে!

পৃথিবীতে এক অলৌকিক মাজার হযরত আব্বাস আলামদার (রা:) এর। উনি কারবালার ময়দানে শহিদ হয়েছিলেন।তার মাজার থেকে অনবরত পানি বের হচ্ছে। ইরাকের কারবালায় ইমাম হুসাইন (রা:) এর মাজারের থেকে ৩০০মিটারের মত দূরে অবস্থিত।ইমাম হুসাইন (র) এর আওলাদ, শিশু আলী আজগরের জন্য পানি আনতে গিয়ে কারবালার প্রান্তরে, কুখ্যাত এয়াজিদ বাহিনীর হাতে, শহীদ হলেন হযরত আব্বাস অালান্দার (র)। কারবালার প্রান্তর যখন চারদিকে অবরুদ্ধ করে রেখেছে এয়াজিদ বাহিনী, এমনকি ফোরাত নদীও। এদিকে রাসূলে পাকের আওলাদের তাঁবুতে একফোঁটা পানিও নেই। কচি কচি শিশুরা পানির জন্য ছটফট করে যাচ্ছে। ইমাম হুসাইন (র) এর, ছয় মাসের দুধের শিশু আলী আজগরের অবস্থা আরো করুন। পানিতো নেই, এমনকি মায়ের বুকের দুধও শুকিয়ে গেছে পানির অভাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন